১৫ ডিসেম্বর ২০২০

সোহেল আহম্মেদ




কিশোর মুক্তিযোদ্ধা


ফারহাত নামে একজন কিশোর 

মুক্তিযোদ্ধা ছিলো, 

নিশ্চিত মৃত্যু জেনেও ফারহাত 

শত্রুর ক্যাম্পে গেলো।


যাওয়ার আগে তাঁর শরীরে 

বোমা বেঁধে নিলো,

সেই বোমারই বিস্ফোরণে 

ক্যাম্পটি উড়ে গেলো।


জীবন দিয়ে ফারহাতেরা 

আনলো স্বাধীনতা,

কতো ফারহাত জীবন দিলো 

অজানা সেই কথা।


ফারহাতের ত্যাগ স্মরণ হলে 

নুয়ে আসে মাথা,

যাদের রক্তে লেখা হলো 

বাংলার বিজয় গাথা। 


ফারহাতেরা যায়নি মরে

সগৌরবে উড়ে,

লাল সবুজের ডানা মেলে 

বাংলার গগন জুড়ে।


( কবিতাটি বিশিষ্ট কবি ও লেখক শ্রদ্ধেয় ফাহমিদা ইয়াসমিনের লেখা  মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ গল্পের বই "ফারহাতের বিজয়" এর কাহিনী অবলম্বনে রচিত )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much