বর্ণমালা
অঞ্জলিতে চুম্বন ছিল আশিসের পেলবতা, সৃষ্টির উল্লাসে বর্ণগুলো আজও কাঁদে।
শব্দতে পঙ্কতি মালা অঙ্কনে তুমি মিলে মিশে এক হলে অঞ্জলি তুমি,ইথার কম্পিত মেঘের গর্জন প্রবল বৃষ্টি,আশিস বিন্দুতে এক ফোটা জল বিন্দু বিসর্গ তুমি।
বর্ণতে মহিষী প্রেমে তিলোত্তমা,বায়ান্ন পঙ্কতি লেখে ইতিহাস সে অঞ্জলি কাব্য কথা।
একুশে বাসর সাজে অ আ ক খ অঞ্জলিতে গান গাই,
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে
ফ্রেরুয়ারী আমি কি ভুলিতে পারি"
অদৃশ্য প্রেমে দৃশ্যত তুমি আমার আদরের বর্ণমালা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much