কায়া
শরীরী বা অশরীরী
অনেক আত্মার আনাগোনা,
মনের ভিড়ের মাঝে আমি খুঁজে চলেছি তারে যারে পাইনা।
শূন্য মাঝেই এঁকে রেখেছি পূর্ণতার জলছবি,
শুন্য মাঝেই খুঁজে নেব বন্ধু আমার প্রতিচ্ছবি।
তুমি আলোর পথে এগিয়ে গিয়েছো অনেক দূরে!
এতটাই দূরে যে
তোমার অবয়ব মনে নেই
শুধু প্রতিচ্ছবি টুকু ধরা আছে হৃদয়ের দেয়ালে।
শুধু তোমার প্রতিচ্ছবি দেখলে ক্ষনিকের নিরাশায়
আজও মিথ্যে বেঁচে উঠতে ইচ্ছে করে'''''''
জন্ম হোক প্রতিচ্ছবি, যেই প্রতিচ্ছবির প্রতিবিম্বে ঝলক পড়বে হাজারো আলোর হাজারো আলোকিত প্রতিচ্ছবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much