২৬ ডিসেম্বর ২০২০

সুপ্রভাত মেট্যা




অন্ধকার সমস্ত জীবন


অন্ধকার সমস্ত জীবন .....

সড়ক রাত দীর্ঘ হয়ে চলে গেছে দূরে ।

কোথাও কোনও ভাই নেই , বন্ধু নেই ,অল্প বিস্তর আলো,নক্ষত্রের ছুঁড়ে দেওয়া ,ওই পড়ে আছে ধুলায়। সেই আলোতে আমি তোমাকে দেখি অপরূপ সুন্দরী , ভয়ে ভয়ে কবিতা হেঁটে আসছ, গুটি গুটি পায়ে ,চুপি চুপি, আমার দিকে। আমার না - খেয়ে বড় হয়ে ওঠা জীবন স্তব্ধ তাকিয়ে থাকে তোমার দিকে। দিগন্ত পাহারায় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে আমার বিশুদ্ধ চেতনা।  ঝড় কিংবা    প্রবল ঝাপট এলেও একটা পাহাড় বোঝাপড়া করে নেবে সে নিজের ভিতর ।

এখন রৌদ্র উঠলে ,

তোমার গল্প শুরু হবে জানি। পিছিয়ে পড়ার গল্প , ভাতে নুন মাখানো অনেক দুঃখের তোমার পৃথিবী - গল্প , আর অনেক  অনেক ভালোমানুষীর ভেসে যাওয়া তোমার কবিতার গল্প ।





1 টি মন্তব্য:

thank you so much