হৃদ আকাশে ধূ ধূ মরুভূমি
পূর্ণিমার চাঁদের মতোই
তোমাকে হারিয়ে ফেলেছি
কোনো এক অমাবস্যার রাতে
জানি কখনো আর ফিরে পাবো না,
তবুও অধীর আগ্রহে নির্বাক চোখে বসে থাকি
বহুদূরের ঐ আকাশ পানে চেয়ে তারা দের মাঝে।
ভালোবাসার বিষাক্ত বুলি শুনিয়েই তো
এই অবুঝ মন কেড়ে নিয়ে ছিলে
কোন এক সুপ্ত প্রভাতে
তবে আজ কোন অজানা ঝড়ে
মুখ ফিরিয়ে নিলে ?
সেই বেদনায় অন্তর আজ ধূ ধূ মরুভূমি
চোখের কোণে অজস্র শিশির বিন্দু
তুমি তো চলেই গেলে!
তবে...
কেন এতো স্মৃতি রেখে গেলে?
বেদনার ক্ষতে কাঁদানোর জন্যই বুঝি ?
এখানো গভীর রাতে আঁখি মেলে
দু-চোখে তোমাকে নিয়েই স্বপ্ন আঁকি
খুঁজে ফিরি মনের অজান্তেই।
হঠাৎ কলিজার ভেতর থেকে ধ্বনিত হয়
সে তো তোমায় দিয়েছে প্রতারনার ফাঁকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much