২৬ ডিসেম্বর ২০২০

মধুমিতা রায়



নীলখাম 


কুয়াশার ভিতর হেঁটে চলি

প্রিয়জনের চিঠি ডাকে

পার করি ঘন আস্তরন।

হাত কাঁপে

নীলখামে নীলবিষ দ্রুত ছড়িয়ে পড়ে


ঠোঁট চোখ সব নীল

কুয়াশা পাতলা হয়ে আসে

ম্যাড়ম্যাড়ে ধূসর মাঠে 

তালগাছ একা সেই।


সোনালী শস্য ফুরিয়েছে কবে

নীলখামে আঁকাবাঁকা বিষ অক্ষর

আঙুলে দহন ছড়ায়

মস্তিষ্কের শিরাজুড়ে নীল নদী।


একতারা হাতে কে গায় রবিবাউল!

পথের ধারে ঘাসফুল হেসে ওঠে

রামধনু ফ্রক পরে সেই মেয়ে

ছুটে যায় আলপথ দিয়ে।



টোল খাওয়া গালে তার

হেসে ওঠে ভোর


খাম থেকে ঝরে পড়ে

সহস্র বকুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much