২৭ ডিসেম্বর ২০২০

প্রেমাংশু শ্রাবণ কবির



প্রিয়ন্তী


প্রিয়ন্তী,

তোমাকে দেখার পর মনে হলো

আমি এতো সবুজ ভালোবাসি কেনো---

---কেনো--এরোপ্লেনের চেয়ে ঘাসফড়িং  এতো বেশি প্রিয়।


কতো কিছুই মনে হলো....

অগোছালো এ জীবন কতোটা বেমানান,

মনে হলো গায়ের জামাটা কতো পুরনো,

পায়ের স্যান্ডেলটা রঙ চোটে গেছে....


তোমাকে দেখার পর মনে হলো

ঈশ্বর খুব সুন্দর চোখ বানাতে পারেন

গভীরতা  দিতে পারেন--

ঘুম মেখেও দিতে পারেন।


মানুষের মুখে এঁকে দিতে পারেন দেবীর ছবি

ঈশ্বর খুব সুন্দর মানুষ বানাতে পারেন

মানুষের চোখে এটে দিতে পারেন

হরিণের চোখ।


তোমাকে দেখার পর খুব বেশি.... মনে হলো

কিছুটা মানুষ হওয়া ভালো

ভালো শিল্পের চেয়ে

প্রেমের জীবন।

1 টি মন্তব্য:

  1. শুভেচ্ছা দেবব্রত সরকার দাদামহাশয়
    অভিনন্দন স্বপ্নসিঁড়ি ব্লগাজিন

    উত্তরমুছুন

thank you so much