২৭ ডিসেম্বর ২০২০

কাকলী দাস ঘোষ




সাদা ফুল 


তীরভূমি ছুঁয়ে যাওয়া ভেলায় তোমাকে দেখেছি 

জলের আশ্রয়ে ভেসে ওঠা সাদা ফুল আমি 

খানিক জীবন্ত।  

দুরূহ পাঁচিল ভেঙে বারবার ভেসে উঠেছি 

তোমাকে দেখেছি। 

আশার ব্যাপারী আমি 

সাদা পায়রার মত উড়ে যেতে চেয়েছি কোটি কোটিবার 

ভেলা ভেলা ছুঁব ভেলা ছুঁব


সাদা ফুল -সাদা ফুল ছোঁয়াছুঁয়ি  খেলা-খেলা-খেলা চায় 


ভেলা তীর ছুঁই ছুঁই 


জল ভাঙা সাদা ফুল মৃত জলেই॥ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much