বল সাধু তারে
যে তোরে বেশ্যা বলে তারে তুই বল সাধু,
আমি এক পাগলা কানাই পাগল বেশে সত্য জানাই।
তোর রূপ নয়নে দেখরে শয়নে খেলছে কেরে নিয়ে যাদু,ও তোর ত্রিবেনী তিন দরজায় কালো মেঘে বিদ্যুৎ গর্জায়।
কৃষ্ণ বলে বিষ্ণুলোকে চেয়ে দেখ ঐ যাচ্ছে রাধে,যে তোরে বেশ্যা বলে তারে তুই বলরে সাধু!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much