খাদ্যশস্যের লোকগান
কুয়াশা সরিয়ে দেখা গেল মুখখানি
চাকু নিয়ে কবে থেকে দাঁড়িয়ে রয়েছি বোকা বোকা
অবশেষে নরম রুটির টুকরো কাছে এলো আজ
বাইরে দুপুর, নানকিং রেস্তোরাঁর গোর্খা বয়
বিয়ারের বোতল খুলে যেন সূর্যাস্ত ঢেলে দিয়ে গেল
ওই যে রজনীগন্ধাগুচ্ছ, তারাও তো ফেনা ও লজ্জায় মাখামাখি হলো
অপরিমিত রোমান্টিকতা হলো, এবার
এসো খাদ্যশস্যের লোকগানে আগামী জীবন কাটিয়ে দেওয়া যাক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much