২৭ ডিসেম্বর ২০২০

জারা সোমা




ক্ষত


কিছু সন্ধ্যা ভেসে যায় সুরে সুরে

তানপুরার ধুন নিয়ে যায় সুরালোকে

সেদিনের বাধা তারে ফোটে বোল 

স্বর মেলায় প্রথম  প্রেম- প্রতিশ্রুতি 


 যে মেয়ে গাঢ় কাজল আঁকে চোখে

গভীর মোহ ও লিপ্সায় ঢেকে রাখে বুক

সেও জানে শ্রম ও শ্রমণের মাঝের ফাঁক


রঙ্গনফুলে সাজানো খোঁপা রঙ্গ করে 

পেটের খাঁজ উন্মত্ত স্তনের অহংকার দেখে

আয়নায় দাঁড়িয়ে নিজেই নিজের স্তুতি করে

সন্ধ্যা গড়িয়ে  রাত নামতেই


মেয়েটা মেহগনি তাক থেকে ধুলো ঝেড়ে 

নামিয়ে আনে অতীত, তখনই 

নলেনগুড়ের পায়েসের গন্ধ ভাসে বাতাসে

টুকরো স্মৃতি, টুকরো সংলাপ 

হঠাৎ করেই নিভে যায় বাতি


মেয়েটি এক লহমায় খসিয়ে  ফেলে বুকের  আঁচল

যেখানে মায়ের প্রেমিক ছেড়ে গেছে

আজীবনের দংশন-ছাপের ক্ষত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much