দোসর
আমরা ছিলাম অতি কাছাকাছি-পাশাপাশি
কেউ কারো খোঁজ রাখি না...
এক ওড়া পতঙ্গ খবর দিলো এপাড়ায়...
কিছু আগন্তুক এসেছে ,করছে আলোচনা..
দেখাটাই সব হোলো, অন্তর ফাঁকা
থামো থামো কেন করো , ধ্বংসের গান...
অসহ্য কুঠারাঘাতে শেষ হল আরো কিছু প্রান...
হা হা কারে ভরে গেল প্রকৃতির কান...
প্রানপনে চিৎকারি, ফিরে আয় ওপাড়ার তুই...
সুখে দুখে মোরা ছিনু ভাই ভাই...
দিন যায়, রাত যায়, বছরের শেষে
সব ঋতু বুঝি বরণ করল এসে...
ছুটে এল ওপাড়ার নীড় ভাঙা পাখি...
আবার এসেছে ফিরে , কলতানে ভরে উঠে আঁখি...
নতুন পাতা , ফুলে, ফলে উঠল ভরে ও পাড়ার ঘর...
সুখে দুঃখে দুজনেই ..আমরা দোসর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much