২৭ ডিসেম্বর ২০২০

নুরুল হাসান



নতুন পোশাক


নতুন পোশাকে সেজেছ তুমি,

ফেলে আসা পুরানো ছিন্ন পোশাকের

ভেতরের মানুষটা এখনও ধরা পড়ে

যতই লুকানোর চেষ্টা কর তর্জনে গর্জনে;

পুরানো রক্তের দাগ এখনও

          তোমার হাতে খেলা করে।


পুড়ে যাওয়া নগরের ছাই

এখনও উড়ে বেড়ায় তোমার নিঃশ্বাসে;

নতুন পোশাকের ভেতরের মানুষটা

ছটফট করে। ছেদক দাঁত সুড়সুড়ি পায়

রক্তের স্বাদ সে বড় অদ্ভুত!

        ঢাকতে পারে না নবসাজে।


শুকানো কান্নার দাগ এখনও

লেগে আছে তোমার পদতলে

ঘৃণার বিষবাষ্প আবৃত আছে

নতুন পোশাকে, সুযোগের অপেক্ষায়

প্রহর গুনছে উপযুক্ত আলো বায়ু জলে

        বাড়ছে আগাছার বিষবৃক্ষ।


লুটপাট হয়ে গেছে ফুলের সৌন্দর্য

তোমার আঙুলে, শিশ্নে তার সুগন্ধ

এখনও ভাসে, নতুন পোশাক

আটকাতে পারেনি অবাধ্য বাতাস

মুষলধার বৃষ্টিতে আর্দ্র সজ্জায়

       আবরণ হবেই উন্মোচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much