২৭ ডিসেম্বর ২০২০

স‌ু‌মি সৈয়দা



ভা‌বের মন্থন


গোটা বি‌কে‌লের সাদা‌টে বাদামী আকাশটা‌কে ব‌সি‌য়ে দিলাম

বিছানার মাথার কাছ‌টি‌তে।

ধানরঙা গা‌লে আমি এঁকে দি‌তে চাইলাম

গঙ্গা ফ‌ড়িঙ‌য়ের টানটান উন্মাদনা।

জীব‌নের কোনায় কোনায় বিছা‌নো যায় 

সর ওঠা দু‌ধের বলকা‌নি আমেজ।

শ্যাওলা দুপু‌রের ঘাট‌টি আমায় নিঃসঙ্গতায় ডুবি‌য়ে ফেল‌লে

পুকু‌রের ছায়া মা‌খি কোন এক আষাঢ়ী বাতা‌সে।

ময়লা পড়া চাঁদের আলোয় হৃদয় খু‌লে গে‌লেই

পাহাড়ী ঝর্ণার কুলকুল হা‌সি বা‌ড়ি খে‌তে খে‌তে পাহা‌ড়ের সবুজ ঘুমটা‌কে চো‌খের কো‌লে এনে

পু‌রো রাত ডু‌বে থা‌কে আধা‌রের ‌প্রে‌মে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much