২৬ ডিসেম্বর ২০২০

রীনা দাস

 


উল্টো পাল্টা


চেরা গলায় কালো কাক

শাঁখ বাজিয়ে আসে

ময়না পাখি উড়তে গিয়ে

বসে পরে ঘাসে ৷


কাঠ ঠোকরা গাছ ঠোকরায়

ঠক্ ঠকাঠক্ ঠক্

এক পায়ে দাঁড়িয়ে আছে

সাদা একটা বক ৷


কোলা ব্যাঙে মাঠ ভর্তি

ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ্

ছেলেরা সব মজা পেয়ে

মারছে তাদের ল্যাঙ্ ৷


হাতে লাঠি চলে দাদু

গুটি গুটি পা

কাছাকাছি গেলে দাদু

দেয় এক ঘা ৷


রোববারে জন্ম আমার

শনি,মঙ্গলে নয়

তাইতো আমায় দাদু বলে

ভেরি গুড্ বয় ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much