তাসের ঘর
ক্ষণস্থায়ী ভবের মাঝে
কেনই বাঁধিস ঘর,
আপন আপন ভাবিস যারে
সেই হবে তোর পর।
আপন নয় তোর ভিটেমাটি
নয়তো দালান ঘর ,
চোখ বুজলে শুইতে হবে
অন্ধকার কবর।
পাড়া পড়সি কাঁদবে সবে
শুনিয়া খবর ,
তনের খাজনা দিতে কেহ
করিওনা কসর।
রঙ্গের ঐ দালানবাড়ি
রঙ্গের এই সংসার,
সবকিছু রইবে পড়ি
সঙ্গে যাবে ঈমান আমল পূন্য আছে যার।
অসাধারণ প্রকাশ, প্রিয় কবি পাঠে মুগ্ধ হলাম, শুভকামনা নিরন্তর।
উত্তরমুছুন