২৬ ডিসেম্বর ২০২০

সুশান্ত দাস



মৃত্যু নয় যুদ্ধ চাই!


আজ আর বারুদের গন্ধ নেই

রুদ্ধদ্বারে অপেক্ষারত সৈনিক

তবুও অসংখ্য মৃত্যুর মিছিল।


আজ শুধু যুদ্ধের ঘোষণা

অস্ত্রহীন বারুদহীন কথার খেলা

তবুও অসংখ্য মৃত্যুর মিছিল।


যুদ্ধ নয় শান্তি চাই অর্থহীন

বারুদের কালো ধোঁয়া নেই

তবুও অসংখ্য মৃত্যুর মিছিল।


ধ্বংসে হতাহতের স্তূপ নেই

সৈন্যের রণসাজ নেই

তবুও অসংখ্য মৃত্যুর মিছিল।


আমি তুমি আমরা অসহায়

রাজা-মহারাজা সব কাজ করছে

তবুও অসংখ্য মৃত্যুর মিছিল।

২টি মন্তব্য:

thank you so much