২৬ ডিসেম্বর ২০২০

শ্যামল রায়


কিন্তু কেন হাঁটবো?

তুমি আমি হাটতেই পারি 
কিন্তু কেন হাঁটবো?
তোমার আশ্বাস যদি
প্রজাপতির ডানা না হয়ে ওঠে
তোমার প্রতিশ্রুতি যদি স্বাদবদল না হয়
আমি যেতেই পারি বসতে পারি
তোমার পাশাপাশি আঁচল পেতে।
যেতে পারি কিন্তু কেন যাবো?
সেখানে যদি ফ্যাকাশে সূর্য দেখা যায়
ফ্যাকাশে সবুজ ঘাস উঁকি মেরে তাকায়
কর্মসংস্থান হীন, প্রেমহীন হয়ে হাটি
তাহলে ওখানে যাব কেন?
আমি যেতে পারি, একটা সকালের জন্য
গোধূলি বেলায় পাশাপাশি হাঁটতে
আমি যাবো, তোমার পাশে বসবো
এক চাদরে ঘুমিয়ে পড়ে বলবো
এই --এই, উঠে দেখো
চোখ মেলে তাকাও
ওখানে সূর্য উঠেছে
ঠিকানা আছে
উঠোন ভর্তি জুই, শিউলি ফুল হাসছে
চলো ওখানে হাটি বেঁচে থাকার জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much