সমুদ্রে হাঙর ছাড়া আর কিছু নেই
হাঙর শুশুকের মত নয় , মানুষের সাথে কিংবা
জলচর অন্য প্রাণীদের তার কোন
নিবিড় হার্দিক সম্পর্ক আজও গড়ে ওঠেনি l
হাঙর ধারাল দাঁতে নৃঃসংশতা আর পেটের
আগুনখিদে নিয়ে জীবন যাপন করে
হাঙরের খিদে আর নৃঃসংশতার বলি যারা হয়
তারা জানে সমুদ্রে হাঙর ছাড়া আর কিছু নেই
হাঙর শুশুকের মত নয় , মানুষের সাথে কিংবা
জলচর অন্য প্রাণীদের তার কোন
নিবিড় হার্দিক সম্পর্ক আজও গড়ে ওঠেনি l
হাঙর ধারাল দাঁতে নৃঃসংশতা আর পেটের
আগুনখিদে নিয়ে জীবন যাপন করে
হাঙরের খিদে আর নৃঃসংশতার বলি যারা হয়
তারা জানে সমুদ্রে হাঙর ছাড়া আর কিছু নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much