২৩ সেপ্টেম্বর ২০১৭

শুভ্র ব্যানার্জী

প্রবাসী 

যে ঘর ছেড়েছে সেকি চেনে আসমান?
প্রবাসী নদীতে অবগাহনের স্মৃতি
নিকানো উঠোন, পুরনো মশারি, বাগান
ভুলে যায় গান,একান্ন সম্প্রীতি?

চেনা পথ লেখে  অচেনা গ্রহের সন্ধান
 স্বপ্ন-উড়ালে বিরহ ক্ষণস্থায়ী
ডেকে নেয় পথ  বাতাসে মিশলে  সন্ধা
সফল পাখীরা শততই পরিযায়ী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much