২৩ সেপ্টেম্বর ২০১৭

অর্ণব মণ্ডল

ফানুস উড়ানোর ইতিহাস খুঁজে

তুমি জীবন দেখো নি.....!
দেখেছো-
ফানুস ওড়ানো সমারোহ,
পূর্ণিমার নিষ্ক্রিয় দূষণ
ক্যামেরা বন্দি আতস বাজীর উচ্ছাস
অ্যালকোহলের বিসার্জন!

ছুঁয়েছ-
ব্যাস্ত কি-বোর্ড
কামনার শীৎকার,
গুপ্ত কোনো নিরোধক রক্তের দাগ,
কাটাছেঁড়া মুক্তি!

বুঝেছ কি-
কেন ঈশ্বর?
কেন মহাভিনিষ্ক্রমণ?
কেন ফানুস?

শিখেছ-
অবৈধ আবদার
নীল তিমির আঁচড়,
বিস্তৃত সুখে 'চাহিদা'
মূল্যহীন প্রতিকার!

যদি বুঝে জানতে চাও জীবন...
শেখো তবে সাহিত্যের দর্পণে
'নিমিত্ত আধুনিকতা'

ফানুস উড়ানোর ইতিহাস খুঁজে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much