২৩ সেপ্টেম্বর ২০১৭

সঞ্চিতা দাস

অনিয়ম

কয়েক মুঠো নম্র বায়ুমণ্ডল টলতে টলতে চামচে এসে গেছে বলেই
কোমল নদী ডানা মেলে না,
কাছে এসে
অনিয়ম করে ফের দূরে যাওয়ার খেলায় মেতে ওঠে
চিরপরিচিত হয়েও ছদ্মবেশে আর কতদিন জলপটি দিতে পারে কেউ ..
তবে থাকল না
সেই বারান্দার ছায়াচোখ।

ইশারার লালচে কাচে লবণহ্রদের বাঁকে
মাতোয়ারা সুর সভ্যতার গোল মুখে
আলতো আদর দেখে নাম রাখে-
 স্বপ্নের চশমা ।
এছাড়া আর কিছু অবশিষ্ট নেই।

স্ক্রিনে ভেসে ওঠে
কত অনুতপ্ত ভোর
না বলা অনেক কালের কথায়
 শুভেচ্ছার গন্ধ বসতেই একঝাঁক বৃষ্টি এলো! বৃষ্টি আসে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much