কলকাতার প্রতি
কলকাতা,তুমি কি এই সেই কলকাতা
হয়তো যাকে আমি মনের গভীর থেকে দেখতে চেয়েছি,
জানতে চেয়েছি,উপলব্ধি করতে চেয়েছি,আসলে তুমি কি?
কেন তোমার এত মহিমা,এত গৌরব?
রাতের আঁধারে তুমি জোনাকির আলো,ঝি ঝি পোকার গান
দিনের আলোয় তুমি সোনালী রোদ্দুর,ব্যস্ত গানের সুর
প্রতিটি মুহূর্তে আলো ছড়াও ফুলকি হয়ে ।
তুমি হয়তো অনেক কিছু দিয়েছো কিন্তু পারোনি দিতে
সেই মহিমা যেখানে বসন্তের সকালে শোনা যায় কোকিলের গান
শোনা যায় বাতাসের মর্মর শব্দ, গাছেদের অব্যক্ত কথা ...
কলকাতা,তুমি কি এই সেই কলকাতা
হয়তো যাকে আমি মনের গভীর থেকে দেখতে চেয়েছি,
জানতে চেয়েছি,উপলব্ধি করতে চেয়েছি,আসলে তুমি কি?
কেন তোমার এত মহিমা,এত গৌরব?
রাতের আঁধারে তুমি জোনাকির আলো,ঝি ঝি পোকার গান
দিনের আলোয় তুমি সোনালী রোদ্দুর,ব্যস্ত গানের সুর
প্রতিটি মুহূর্তে আলো ছড়াও ফুলকি হয়ে ।
তুমি হয়তো অনেক কিছু দিয়েছো কিন্তু পারোনি দিতে
সেই মহিমা যেখানে বসন্তের সকালে শোনা যায় কোকিলের গান
শোনা যায় বাতাসের মর্মর শব্দ, গাছেদের অব্যক্ত কথা ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much