২৩ সেপ্টেম্বর ২০১৭

উদার আকাশ

একরামূল হক শেখ

রবিবার ২৪ সেপ্টেম্বর এক ঘরোয়া অনুষ্ঠানে কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় 'উদার আকাশ' পত্রিকার 'ঈদ-শারদ উৎসব সংখ্যা-১৪২৪'  উদ্বোধন করেন । 'মানবজমিন' নামক কালজয়ী উপন্যাস, জনপ্রিয় 'ফটিক' চরিত্রের স্রষ্টা শীর্ষেন্দু মুখোপাধ্যায়  উদার আকশ পত্রিকার বিষয় বৈচিত্রের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দের এই প্রচেষ্টাকে স্বাগত জানান। তিনি আরও বলেন, সমাজের বৌদ্ধিক বিকাশে সাহিত্য-সংস্কৃতির  বেশি বেশি চর্চা খুবই জরুরি।
উদার আকাশ পত্রিকার তরুণ সম্পাদক ফারুক আহমেদ জানান, চারদিকে ভেদাভেদ আর অশান্তির পরিবেশ সৃষ্টির চক্রান্ত চলছে। এই সময় সাহিত্য-সংস্কৃতিই  মানবিকতার জয়গান গাইতে উদ্বুদ্ধ করতে পারে আমাদের। তিনি আরও বলেন, এর আগে উদার আকশ পত্রিকার বিভিন্ন সংখ্যা এবং উদার আকাশ প্রকাশনের গ্রন্থ  নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষ, অতীন বন্দ্যোপাধ্যায়, মোস্তাক হোসেন, জয় গোস্বামী, দীপক ঘোষ, আবুল বাশার, সুনন্দ সান্যাল, নজরুল ইসলাম, প্রভৃতি বরেণ্য বাঙালি উদ্বোধন করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন আমার অন্যতম প্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দীর্ঘ ১৬ বছর ধরে তিনি এপার বাংলা ও ওপার বাংলা এবং আমাদের রাজ্যের ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মাঝে মিলন প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই শুভক্ষনে তিনি ঘোষণা করেন, 'উদার আকাশ' পত্রিকা ও প্রকাশনের উদ্যোগে আগামী ১৪ নভেম্বর ২০১৭ কলকাতার আইসিসিআর হলে ভারত বাংলাদেশ মৈত্রী উৎসবের আয়োজন করা হয়েছে। উদার আআকাশ উদ্বোধন অনুষ্ঠানে 'টাইমস বাংলা'-র তরুণ সম্পাদক মিজানুর রহমান রোহিত, 'অয়োময়' পত্রিকার সম্পাদক গোলাম রাশিদ, 'নতুন গতি' পত্রিকার চিত্র সাংবাদিক অসিত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

                    
গবেষণাধর্মী মননশীল প্রবন্ধ-নিবন্ধ প্রকাশই 'উদার আকাশ' পত্রিকার ট্র্যাডিশন। এ-সংখ্যাতেও ব্যতিক্রম ঘটেনি। উল্লেখযোগ্য কয়েকটি হল: উনিশ শতকের গীতিকবিতায় রোমান্টিকতা (ড. তাপস বসু), নৈতিকতা যেন আজ নিভু নিভু দীপশিখা (ড. মীরাতুন নাহার), প্রদোষে প্রাকৃতজন: ইতিহাস এখানে সাহিত্যের ফুল হয়ে ফোটে (ড. সাইফুল্লা), রবীন্দ্রনাথের নারীভাবনা: প্রসঙ্গ কালান্তর প্রবন্ধের 'নারী' (অনন্যা রায় পাটোয়ারী), মঙ্গল কাব্যে নিম্নবর্গের অবস্থান (নুরুল আমিন বিশ্বাস), নজরুল মানসে রাধাকৃষ্ণ প্রেম প্রসঙ্গ ( রাতুল গোস্বামী), চৈতন্য উত্তর যুগে বাংলার বৈষ্ণব সমাজে ধর্ম ও পাটবাড়ি (অমিত মণ্ডল), আজও খুঁজি হিমুকে ( ড. আমিনা খাতুন), ধর্মমঙ্গল: আর্য ও অনার্য সংস্কৃতির সমীকরণ ( ড. বিপুল মণ্ডল ) প্রভৃতি। দুটো গ্রন্থ সমালোচনা: রোকেয়া মূল্যায়নে প্রাসঙ্গিক ভাবনা (ড. আফরোজা খাতুন) এবং ড. আম্বেদকর এবং রাহুল সাংকৃত্যায়নের দৃষ্টিতে ভারতবর্ষের সামাজিক ন্যায়বিচার ( সুপ্রিয়া বিশ্বাস)। আপনাদের মামুলি পাঠক অর্থাৎ আমার একটি নিবন্ধ ' উপদল বৃত্তান্ত : প্রসঙ্গ মুসলমান সমাজ' এতে স্থান পেয়েছে।
'উদার আকাশ' পত্রিকার এই বিশেষ সংখ্যাটিতে কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, বিশেষ রচনা, রাজনীতি, কাজী নজরুল ইসলামকে নিয়ে স্মৃতিচারণা, গ্রন্থ-সমালোচনা, স্মরণ, বিশ্বসাহিত্য, নাট্য-পরিচয়, চৈতন্যচর্চা, উর্দু উপন্যাস নিয়ে আলোচনাসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
সম্পাদক ফারুক আহমেদ জানিয়েছেন, এপার বাংলা ও ওপার বাংলার মানুষের মিলন প্রয়াসে বিগত ১৬ বছর নিয়মিত 'উদার আকাশ' পত্রিকাটি তিনি প্রকাশ করছেন। পাঠক সমাজকে সমৃদ্ধ করতে তিনি এই প্রয়াস নিয়েছেন।
এই সংখ্যায় দুই বাংলার পাঠক দরবারে দাগ কাটতে উদার আকাশ ঈদ-শারদ উৎসব সংখ্যায় কলম ধরেছেন মণিমালা বাগানী, দেবাশিস বিশ্বাস, পম্পা শীল, অনিকেত মহাপাত্র, হীরক বন্দ্যোপাধ্যায়, সুশান্ত কুমার ঘোষ, প্রমথনাথ সিংহ রায়, বিশ্বজিৎ বিশ্বাস, ওয়ালে মহাম্মদ, শুভাশিষ গায়েন, নূপুর কাজী, রফিকুল হাসান, অশোক কুমার দত্ত, কবিরুল ইসলাম কঙ্ক, রঘুনাথ চট্টোপাধ্যায়, জাকির হোসেন স্মৃতিজিৎ, সুব্রতা ঘোষ রায়, প্রবীর ঘোষ রায়, গোলাম রাশিদ, বাসুদেব দাস, লালমিয়া মোল্লা, শিবনাথ রায়, মোনালিসা রেহমান, নুরুল আমিন বিশ্বাস, ড. ইছামুদ্দিন সরকার, ড. সুমিতা চট্টোপাধ্যায়, রুবিয়া খাতুন, ফারুক আহমেদ ও মৌসুমী বিশ্বাস সহ আরও অনেকের লেখায় সমৃদ্ধ এবারের সংখ্যাটি। সম্প্রীতির বার্তা নিয়ে দারুণ প্রচ্ছদ উপহার দিয়েছেন সারফুদ্দিন আহমেদ।
উদার আকাশ পত্রিকাটি কলেজ স্ট্রিটে পাতিরাম, দে'জ, ধ্যানবিন্দু, মল্লিক ব্রাদার্স ও অভিযান পাবলিশার্সে পাওয়া যাবে।

সম্পাদক : ফারুক আহমেদ
মূল্য: ৫০/-
কথা:  7003821298

৩টি মন্তব্য:

thank you so much