২৩ সেপ্টেম্বর ২০১৭

সুব্রত হাজরা

ব্যথার সম্পর্ক 

তোমার সাথে আমার একটিই  সম্পর্ক 
তা হলো ব্যথার।
যেখানে যেখানে  ব্যথারা ঘুরপাক খায়
সেখানে সেখানে তোমায় খুঁজে পাই।

 তোমার কথার মধ্যেই আমি আছি।
বিশ্বাস না হলে পরখ করো
বুকের ওপর হাত দিয়ে দেখো 
সকল ধুকপুকানিতে সেই 'তরুণ'-
এলোমেলো চুল,ঘোলাটে স্বপ্নিল চোখ 
অবহেলার পোশাকে বড়ই পাগলাটে 
যাকে তুমি আদর করে বলতে - কেয়ারলেস বিউটি। 

আজ ২৬ শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর দিন
দেবব্রতর কথাতে কলম ধরা।
কিন্তু বারবার তোমার ছবি কেন ভেসে আসছে
তুমি কি আমায় মনে করছ?

ব্যথারা এখন কথা হয়ে কোথায় উড়ে যায়
পিপাসু ঠোট , তোমার লিপগ্লসের গন্ধে 
বড়ই  উচাটন  করে।

তুমি কি আমায় ভাবছ?

তুমি কি কাঁদছ?
এ ব্যথার বিন্দু বিন্দু  রেণু আমায় ভিজিয়ে চলেছে
আমি ভিজছি।
আমি কাঁদছি। 
না পেয়েও হারানো ব্যথারা আমায় ঋদ্ধ করে চলেছ 
মামমাম, তুমি কত দূরে অথচ কত কাছে?

২টি মন্তব্য:

thank you so much