২৩ সেপ্টেম্বর ২০১৭

শীলা বিশ্বাস

প্রেরণা 

ঠিক  আঁকড়ে  ধরা নয়
ঠিক  সরিয়ে  ফেলাও নয়              
মধ্যিখানে রয়ে  যাওয়া সম্পর্ককে
তোমরা  কি নামে ডাকো?

 বন্ধু  অথবা প্রেমিক
 এই দুই সম্পর্কের মাঝে
 হাইফেন হয়ে  ঝুলে থাকা
বন্ধুর  মত প্রেমিক
অথবা প্রেমিকের  মত বন্ধুকে
আমি প্রেরণা  বলে ডাকি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much