২৩ সেপ্টেম্বর ২০১৭

মোনালিসা রেহমান

জলজ 

একটু বৃষ্টি হলেই জল
 জমে  মাটির শরীরে
নরম মাটির দেয়াল ঘেঁষে
বেড়ে ওঠে  চারাগাছ

শ্যাওলা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
 দেওয়াল ফেটে চৌচির
দুয়েকটা ইট হাড় জিরজিরে....
ডানা ভাঙা পাখি।

ইমারত ভাঙার শব্দ ক্ষীণ
কারুকার্য খচিত রাজপ্রাসাদে
আজ নান্দনিকতা বেমানান
উত্তরআধুনিক প্রেক্ষাপটে
স্রষ্টা  নিজেই দিকবিশূন্য
প্রদোষকালে পাখিদের
ডানা ঝাপটানো কিসের ইঙ্গিত!


রাত্রিকালে এক পক্ষকাল
নির্ঘুম স্বপ্নদোষ........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much