শিক্ষার অবদান
শিবনাথ মণ্ডল
ওই দেখ মা ছেলে মেয়ে
যাচ্ছে বিদ্যালয়ে
শ্রেণী কক্ষে ঢুকবে সবাই
জাতীয় সঙ্গীত গেয়ে।
মাগো আমি স্কুলে যাব
দাওনা ভর্তিকরে
ছুটি হলেই তোমার কোলে
আসবো আমি ফিরে।
আমি যখন বাড়ি ফিরব
ব্যাগটি কাঁধে করে
তুমি তখন দাঁড়িয়ে থেকো
ওই রাস্তার ধারে।
লেখাপড়ার বিকল্প নেই মা
এই বিশ্বের মাঝে
ছোটো থেকে বড় হওয়ার
একটায় সুযোগ আছে।
মা বলে সোনাছেলে আমার
দারুণ শিক্ষা দিলে
সব মায়েদের কোলে যেন
আসে এমন ছেলে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much