০৪ ফেব্রুয়ারী ২০২২

কবি নীলাঞ্জন কুমার এর কবিতা




জেল্লা জমক 

নীলাঞ্জন কুমার 


দেখে শুনে তন্ময় আছি জেল্লা জমকে, 
কোথা থেকে চিত্রকাব্য হয়ে যায় ।
তাকে নিয়ে পণ্য করে অসহ্য সময় । 
তুমি আমি তো তাতেই মশগুল ।


সুন্দর-ই মুখ্য । বাকি সব হাস্যকর ।
হিসেবী উচ্চারণে  তখন হাজারো ওলটপালট ।


জমকালো সবকিছু শুধু চোখে । ক্ষণিকের ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much