উন্মোচন
বর্নালী সেনগুপ্ত
উষ্ণতা দিয়ে মাপতে চাও পুরুষ,নারীত্বকে !
বেশ নগ্ন করে দিলাম
তোমার সামনে,
ওই দেখো তোমার জন্মস্থান,মাতৃযোনী।
দেখতে চাও পাহাড় কেমন উঁচু ?
উন্মুক্ত বক্ষে দন্ডায়মান
তোমার সহোদরা,
দেখো,উপভোগ করো যতখুশি।
কেন নত তোমার মুখ?
যৌনতা পাচ্ছোনা বুঝি সুখ?
নানান বাহনায় হাত দাও ,বাসে ,ট্রেনে,
তবে? কিসের দ্বিধা ?
ধর্ষক না হলে পৌরুষের পরাজয় !
এইখানেই তোমার চিরকালের পরাজয়।
হায়,পুরুষ স্তন দেখলে,
দেখলেনা শিশুর প্রথম আহার !
যোনীকে মাপলে নীল ছবিতে,
তোমার জন্ম ওই গভীরতাতে !
ভুলে যাও কি অনায়াসে !
পুরুষ নামে নির্ভয়াদের ঘৃণা আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much