একা
শিল্পা ম্যাক
অবশেষে মানুষ জেনেছে
অনেক ভিড়েও মানুষ একা
কেউ কেউ খুব একা
নিরাকার অন্ধকারের মতো
বিধবার হাহাকারের মতো
দূর আকাশের উড়ন্ত চিলের মতো
অমাবস্যার দ্বিপ্রহরে করুণ সুরে ডাকা কুকুরের কান্নার মতো
ঝুম দুপুরের নির্জনতার মতো
ভরা পূর্ণিমায় উছলে পড়া
জোছনার মতো
কুয়াশা ভেজা ঘাসের ডগায়
এক বিন্দু শিশিরের মতো
নিঃসঙ্গতায় ছেয়ে থাকা হলদে রঙের
পড়ন্ত বিকালের মতো
সন্ধ্যা নামার মুখে পশ্চিমের আকাশে
হেলে পড়া ডুবন্ত সূর্যের মতো
ঘোর নিশিতে নিয়ন আলোয়
ঠায় দাঁড়ানো অসহায় ল্যাম্প পোষ্টের মতো
কেউ কেউ খুব একা
বুকের মধ্যে না বলা কষ্টের মতো
একলা একা
ভীষণ একা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much