দ্বীপ জ্বেলে
হাবিবুর রহমান হাবিব
জীবন যন্ত্রণার আবেশ আমার ছিল ভূবন ভরা,
তুমি ডেকে ছিলে আর ডেকো না।
চলে যাব বহু দূরে রেখ না স্মৃতি আর,
নিভির আঁধারে একা ফেল না আঁখি জল,
চির নেভা দ্বীপ আর জ্বেলো না,
মায়াময় যন্ত্রণার আবেগ আর পরশে।
অকারণে বাড়াবে জানি তোমার ব্যাথার মায়া,
দেখা হবে না কোন নিভির প্রান্তরে,
উজ্জল অনন্ত শিখা হৃদয় বৃন্তে তোমার,
বেদনার হাসির মায়ায় ছলনা রেখো না মনে,
ফিরে চেয়েও না পিছু আর।
জানি ভুলতে পারবে না জীবন নদীর স্রোতে,
যে পথ চিরচেনা গেলাম তারে আজ ভুলে।
নিঃশ্বাসে ভিল না বিষ বিশ্বাস ছিল বহু দূর,
তীর বৃদ্ধ জীবন অঙ্কুরে আমার ক্ষয়,
সন্ধ্যা তারার মতো এসেছিলাম,
নিভে গেলাম রাতের আঁধারে,আঁধারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much