০৪ ফেব্রুয়ারী ২০২২

কবি পারভীন শীলা'র কবিতা




আজও খুঁজে ফিরি 
পারভীন শীলা 

এখনো এইখানে অনেক কিছু আছে তুমি ছাড়া।
রৌদ্রছায়া_নীলাভ আকাশ_মস্ত বড়ো ময়দান, 
ফলবতী বৃক্ষ_উঁচু পাহাড়_সুউচ্চ মিনার-মন্দির,
রাত্রি -দিন_ চিন্তার আবেগ_ স্বপ্নের সোপান_ সব আছে_শুধু তুমি নেই!
তবুও তোমাকেই যেন খুঁজে ফিরি মিলনেই।

কত সাম্রাজ্য ভেঙে গেছে
কত উত্থান-পতন হয়েছে সমাজের
কত নীল-নীলান্ঞ্জনা এসেছে সবুজের মাঠে
কত পানকৌড়ি পড়েছে বিলের ধারে
আবার ফিরে গেছে দেহ নিয়ে তারা
প্রেম বিরহ তখনও ছিলো এখনো আছে ঢের,
তারপরও তোমাকেই যেন খুঁজে ফিরি 
আমি-আমরা_এই রৌদ্রছায়ার উপর ফের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much