মায়ের উষ্ণতা
সজল কুমার মাইতি
একটি কুকুর
তার চারটি ছানা
নিত্য নতুন খেলা করে
কেউ করেনা মানা।
মা তাদের আদর করে
বুকের দুধে পালন করে
হেথা হোথা ঘুরে বেড়ায়
শাসন তাদের নেইকো জানা।
মাঠের কোনে গাছের তলায়
মায়ের বুকে জড়িয়ে সবাই
শীত গ্রীষ্মের বালাই নেই
ঘুমের দেশে দেয় যে হানা।
সকাল সন্ধে স্বাস্থ্য খোঁজে
মানুষজনের আনাগোনা
লোভী মানুষ তাদের মাঝে
উধাও করে একেক ছানা।
পাগল মা খুঁজে বেড়ায়
মানুষ দেখলে কামড়ে তাড়ায়
মায়ের বুকে ওম খোঁজে
একটি কেবল কুকুর ছানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much