২৩ জানুয়ারী ২০২২

কবি সালমা খান এর কবিতা





অধরা
সালমা খান

তুমি  যদি  হও নদী  
তোমার  স্রোতের  ধারায় চলবে
আমার  গতি
দুকূল ভেঙে যায়  যদি,
তবু  ও চলবো নিরবধি । 
তুমি  যদি  হও শিশির বিন্দু 
ভোরের  আলোয় চুষে  নেব তোমার অশ্রু বিন্দু ।
ধুলাঝরা কুয়াশায় খেলবে রোদের পাতা
মনের গহীনে লুকিয়ে  রাখি  বুক 
ভরা  সব ব্যথা ।
যদি হও বৃক্ষ  ,আমার 
নিঃশ্বাসে তোমার  নির্যাস ।
তোমার সবুজ  পাতায় জমানো রয়েছে আমার দীর্ঘশ্বাস । 
যদি  হও মৃত্তিকা
তোমার  জঠরে শস্য দানা হয়ে  জড়িয়ে 
রাখবো আমার  গায়ে ।
নিখাদ বিশ্বাস নিয়ে নির্জীব মাটির 
রুক্ষতাকে সাজাই সরেস ফুলে।
যদি হও শুষ্ক মরুভূমি 
আমি  লু - হাওয়ায় ধুলো উঠা ঝড় ,
হয়ে, ভরিয়ে  দেব আকাশ  চূমি।
ঘূর্ণিঝড়ের ঘূর্ণি  পাকে  কাটবে 
আমাদের  বেলাভূমি ।
সমুদ্র হয়ে যদি  এসো  
ঢেউ হয়ে তোমার বুকে ভাসবো 
সারাবেলা 
পর্যটক রা করবে ভিড়,শিশু রা 
করবে খেলা ।
মাছের নেশায়, পাখিরা করবে 
মেলা ।

1 টি মন্তব্য:

  1. দারুণ ও চমৎকার কাব্য বিন্যাস, অপূর্ব সুন্দর কথামালা গো বোন

    উত্তরমুছুন

thank you so much