সাধন-সঙ্গী
অভিজিৎ রায়
মৌনতা চরম ধর্ম! এই মেনে চুপ আছ তুমি?
নাকি এসব সাধনা? তুমি কি বলতে পারো বোষ্টমী?
আমার সাধনসঙ্গী হবে বলে জন্ম নিয়েছিলে?
অথচ ভরেছ মুঠো শুধু গর্ভ নিরোধক পিলে।
যন্ত্রণা শব্দের আর ছন্দ চিনে মায়াবী পৃথিবী
ভিখারিকে প্রশ্ন করে, বল আর কী কী নিবি?
চুপ করে আছে সব; চারপাশে কত লোভ, মোহ
অথচ শব্দের খেলা হৃদয়ে চলছে অহরহ।
এত কথা কোন পথে হারানোর রাস্তা খোঁজে জানো?
তুমি কি সাধন সঙ্গী নাকি শুধু পথ হাতড়ানো?
শব্দ শুধু প্রশ্ন করে; উত্তর দেবে কি নীরবতা?
অথচ কান্নার দাম লিখে রাখে চেনা কথকতা।
অনন্ত মুহূর্ত নিয়ে গর্ব করে, যদিও মুহূর্ত
ঈর্ষার ডানায় ভর দিয়ে রোজ পরজন্মে উড়ত।
ধাতব মাটির সুরে বেজে ওঠে সব আর্তনাদ
মৌনতার প্রবঞ্চনা নিয়ে বাঁচে সাধন-প্রমাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much