নবোদয়
জাবেদ আহমেদ
এই বারবার
শতবার
লক্ষকোটি বার
উদয় হও আমার আকাশে।
এই নিশিতে পূর্ণিমার চাঁদ
শুভ্র তারা
প্রাণবন্ত সকাল হও।
বেলিফুলের মালা হও
বর্ষার আকাশে
মেঘ কেটে হাসো।
শরতের সকালে
দূর্বাঘাসের উপরে
ছিকছিক করো
বসন্তের বাগে
ফুল ফোঁটাও।
নদীর খুলে জলমল
জল হয়ে গীস্মে থাকো।
বারবার সুখ ষাতনায়
তোমারই নবোদয় হোক
প্রাণের চাওয়া এই আমার নন্দিনী।
ভালোবাসা'র নবোদয় তুমি
এই,,,শুনছো কি তুমি!
অনুভূতির পাগলিনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much