গ্রামের ছেলে
সেলিম সেখ
ওই যে চলে গ্রামের ছেলে
মেঠো পথ বেয়ে,
মনের সুখে কাটায় দিন
পল্লী গীতি গেয়ে।
গ্রামের ওই পুকুরেতে
দিচ্ছে তারা ডুব,
গ্রামের ছেলেরা মিলে
করছে মজা খুব।
গ্রামের ওই ছেলেরা দেখি
করছে কৃষিকাজ আজ,
এভাবে দিন কেটে যায়
নেইকো তাদের লাজ।
গ্রামের ওই রাস্তা ঘাট
সবই তাদের চেনা,
গ্রামের ওই ছেলেগুলো
হয় যে দেশের সেনা।
গ্রামের ওই গাছগাছালি
মেটায় মনের সুখ,
এভাবেই যায় গো দিন
থাকেনা কোন দুঃখ।
গ্রামের ছেলের মনেতে
থাকে না কোন খেদ,
সকল কাজের পিছেই থাকে
তাদের উদ্যম-জেদ।
গ্রামের ছেলে বলে আজ
করছো তাদের হেলা,
ভেবে দেখো ওদের সাথেই
কাটিয়েছ শত বেলা।
অসংখ্য ধন্যবাদ জানাই পরিচালক মন্ডলীকে....
উত্তরমুছুন