২৩ জানুয়ারী ২০২২

কবি আলেয়া ফয়সাল এর কবিতা




বাবাদের ইতিকথা
আলেয়া ফয়সাল

নিয়ে কাঁধে সংসারের বোঝা 
দাঁড়িয়ে যিনি থাকেন সোজা 
বাবা তাঁর নাম। 
সয়ে কষ্ট হাসি মুখে
লুকিয়ে দুঃখ রাখতেন বুকে
শ্রমে তাঁর রক্ত হয়েছে ঘাম।
বাঁচতে ভুলে নিজের জন্যে
আরাম, অবসর করে পণ্য
বিকিয়ে দিতেন রোজ।
কার,কখন,কি প্রয়োজন 
সেই বিষয়ে সারাক্ষণ 
 ঠিকই রাখতেন খোঁজ। 
ধরে হাল শক্ত হাতে 
সামলিয়েছেন সংসার দিনেরাতে 
উফফফ করেন নাই তবু।
আশা-ভরসার শীতলছায়া
 ছড়িয়ে দিতে স্নেহের মায়া 
 ক্লান্ত হয় নাই কভু।
সকল বাবা থাকুক ভালো 
সঙ্গে নিয়ে খুশির আলো 
দুঃখ করুক জয়। 
আছে  বাবা  যত
আমার বাবার মত 
যেন তাঁরা সেরা বাবা হয় ! 
বাবা তুমি ভালো  থেকো  ঐ 
আকাশের বুকে। 
মিস করি বাবা তোমায় আমি তুমি নাই বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much