অ্যানির গান
মূল রচয়িতা - জন ডেনভার
অনুবাদক - সজল কুমার মাইতি
তুমি আমার সব ভাবনা পূরণ কর
গহীন অরন্যে এক রাতের মতো
বসন্তের পর্বতরাজির মতো
বৃষ্টিতে হেঁটে চলার মতো
মরুভূমির মরুঝড়ের মতো
নিদ্রাতুর নীল সাগরের মতো
তুমি আমার সব ভাবনা পূরণ কর
এসো আবার আমায় পূর্ণতা দাও।
এসো তোমায় ভালবাসতে দাও
আমার জীবন তুমি নাও
তোমার হাসিতে আমায় হারিয়ে যেতে দাও
তোমার বাহু বন্ধনে আমায় মরতে দাও
তোমার পাশে শুয়ে থাকতে দাও
তোমার সঙ্গে সর্বক্ষন থাকতে দাও
এসো তোমায় ভালবাসতে দাও
এসো আবার আমায় ভালবাসা দাও।
তুমি আমার সব ভাবনা পূরণ কর
গহীন অরন্যে এক রাতের মতো
বসন্তের পর্বতরাজির মতো
বৃষ্টিতে হেঁটে চলার মতো
মরুভূমির মরুঝড়ের মতো
নিদ্রাতুর নীল সাগরের মতো
তুমি আমার সব ভাবনা পূরণ কর
এসো আবার আমায় পূর্নতা দাও।
[ জন ডেনভার একজন আমেরিকার লোক রক সংগীত রচয়িতা ও গায়ক। তার লেখা ও গাওয়া ' অ্যানিজ সংস' বিখ্যাত অ্যালবাম।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much