১১ ডিসেম্বর ২০২১

এ. আই. অলিউদ্দীন 





পথের ছায়ায় মনের মায়ায়



তোমার জন্য ভোর পেরিয়ে দুপুর-বিকাল রাত
তোমার জন্যই রাতের পরেই ফোটে প্রভাত।
তোমার জন্যই পাখি আসে মধ্যরাতে ঘরে
তোমার জন্যই বেঁচে আছি এত্ত বাদল-ঝড়ে।
তোমার জন্য পাখির সাথে লুকোচুরি খেলি।
তোমার জন্য কুড়ায় আনি টগর-গোলাপ-বেলি।
তোমার জন্য কাটে নাতো অপেক্ষার প্রহর
তোমার জন্য মন-কোনে গড়েছি একশহর।
তোমার জন্য সাঁজের বেলায় ঘরে জ্বালাই বাতি
আসবে বলে আসবে ঘরে হবে আমার সাথী।
তোমার জন্য রবির সাথে ঝগড়া করি দিনে
চাঁদও বলে তোমায় নাকি আনতে হবে কিনে।
তোমার জন্য মৃদু হাসি একলা বসে বেশ
ভাবি আমি, ভাবছো তুমি করে এলোকেশ।
তোমার জন্য বুঝেও আমি হয়েছি অবুঝ
তোমার জন্য তরুলতা হয়েছে সবুজ।
তোমার জন্য স্বপন বুনি নব আলোক বেলার
তোমার আশায় পথচেয়ে করছিও দিবস পার।
তোমার কথা দূর-নীলিমের চিল উড়ে যায় বলে
তোমার সাথে আমার নাকি বেশ চলে, বেশ চলে।
তোমার জন্য পথের ছায়ায় জাগে মনের মায়া
তুমি আমার সবচে আপন একলা এক জায়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much