শিশির বিন্দু জল
মুক্তমনা আকাশ রে তুই
তুই যে আমার পৃথিবী!
তোর মাঝে পাই যে খুঁজে
হাজার সুখের স্বপ্নগুলি।
পূর্বাকাশের সূর্য রে তুই
মধ্যাকাশের চন্দ্রতারা!
নিত্য দিনের সঙ্গি যে তুই
এই তো জীবন গড়া।
তুই যে আমার রূপের শিখায়
শুভক্ষণের সেরা সখা,
তোকে বিহীন যায়না চলা
অন্ধকার মোর জীবন বৃথা।
নিয়তির পরিহাসে ঝড়ানো
তুই যে আমার বিধির বিধান,
চাওয়া পাওয়ার দুঃখ ব্যথায়
তুই আমার একরাশ অভিমান।
মধুর কন্ঠে বেজে উঠা শিল্পি যে তুই
মিষ্টি সুরের গান!
অধিক সময় মন মাতিয়ে
গাই যে গুণগান।
তুই যে আমার মিষ্টি প্রভাত
শিশির বিন্দু জল!
শেষ বিকেলের আভা রে তুই
সদ্য ফোটা ফুল।
তুই যে আমার উৎজ্জল প্রদীপ
বকুল ফুলের মালা!
তুই যে আমার গলারই হার
হাতের কাঁকন বালা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much