সোনার ফসল
ওই দেখো ক্ষেতের ফসল
হয়েছে সোনালী আজ,
এই দেখে চাষিরা সব
করছে সকলে কাজ।
হয়েছে ক্ষেতে অনেক ফসল
ভরেছে চাষির মন,
তাইতো আজ ডাকে ভূস্বামী
ওরে চাষি শোন।
গোলা ভর্তি ফসল নিয়ে
গাই যে সুখের গান,
চাষি ভাইয়ের গানের তালে
ভরে সকলের প্রাণ।
মাঠের ফসল গুটিয়ে নিয়ে
চলে যে চাষি মনের সুখে,
চাষিদের ওই সোনার ফসল
ওঠে যে সকলের মুখে।
মাঠভরা গম আর
গোলাভরা ধান,
এরই সঙ্গে জুড়ে আছে
সোনার বাংলার মান।
বাংলার এই সোনার ফসলের
রয়েছে নাম বিশ্ব জুড়ে,
ওই দেখে বাংলার শত্রুদের
মুখ য়ে আজ পুড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much