দয়াল
আমি একদিন রইবোনারে স্বজন
দুনিয়ার মাজারে
দয়াল যে দিন ডাক দিবেন
মায়ার বাঁধন ছিন্ন করে
চলে যাব অন্ধকার মাটির ঘরে
ভাই-বন্ধু স্বজন ছিলাম মনে রেখে
যেও আমার কবর জিয়ারত করে।
স্বজন সাথী যতন করে
বিদায় দিবে কান্না করে
মাটির কাজ শেষে
সবাই যাবে আপন ব্যস্ত তরে
চল্লিশ কদমে দেবে মাটি চাঁপা
হিসাব নিবেন করাগণ্ডা করে।
দিন দুনিয়ার স্বাদ পেয়ে
যেওনা অবিচার করে
ঘর বাড়ি সবই রবে
যাইতে হবে আগে পরে
হিসাব করে চলরে মন
যাইতে হবে সবই ছেড়ে।
জুন্নুনের অন্তর কাঁপে
দেহের হাওয়া যাবে উড়ে
পাড়া পড়শী আসবে
নিতে পালকি করে
থাকে যদি নেক আমল
সাক্ষী হয়ে থাকবে ঘিরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much