১২ ডিসেম্বর ২০২১

সোমা বিশ্বাস





ভালোবাসা থেকে যায়...
(কথোপকথন, মুঠোফোনেএকটি ছেলে ও মেয়ে)

হ্যালো... কেমন আছো?
তুমি!? হঠাৎ?
না, আজ খুব ইচ্ছে হচ্ছিল কথা বলতে..
তাই-অনেকদিন পর মনে পড়লো!
না ,তা ঠিক নয়-
তবে?
আসলে ক'দিন ধরে খুব মন কেমন করছে..
সেজন্য ছ' বছর দীর্ঘ বিরতি?
তুমি তো ভুল বুঝেছিলে সেদিন...
আমি! এখনোও আমি?
না মানে আমার রাগও আছে ভুলে থাকার কারণ!
তা হঠাৎ ফোন করলে কেন?
তোমার কী কথা বলতে কোন অসুবিধা আছে?
আমার অসুবিধা, সুবিধায় তোমার কি কিছু এসে যায়?
আমি না হয় রাগী, তোমার অভিমান তো এখনও তীব্র!
আমার রাগও আমি, অভিমানীও আমি, তুমি কে?
আমি কেউ না?
হঠাৎ ফোনের কারণটা জানতে পারলে ভালো লাগতো...
না, মানে আমি ভালো নেই!
ও...
কিছু বলবে না?
যা করেছ সবই তো নিজের জেদ আর ইচ্ছায়..
আমার কিছু বলার নেই!
কিচ্ছু বলার নেই?
না...!
তুমি মন থেকে বলছো?
আমার মনের খোঁজ তুমি কি কখনো রেখেছো; যে আজ বলছো?
তুমিও তো আমার খোঁজ রাখোনি!
আমি ফোনটা রাখছি, কোন...
শোনো একটু কথা বলো, কথা শেষ হয়নি-
আমরা আগের মতো বন্ধু হতে পারি না?
না, আমার কোনো ইচ্ছে নেই, আর থাকলেও তোমার সঙ্গে না।
পারবে এতটা নিষ্ঠুর হতে?
আমিতো নিষ্ঠুর ই তুমি জানো না?
আমি... আমি তোমায় খুব...
আমি তোমায় মিস করি না, রাখছি-
শোনো ,তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে;
আমার করছে না ,তুমি ভালো থেকো।
এতটা এড়িয়ে যাচ্ছো লক্ষীটি দোহাই তোমার..
আমার সময় নষ্ট হচ্ছে ফোনটা রাখছি-
তুমি এখনো আমায় ভালোবাসো নিজে কষ্ট পাচ্ছ তাও..!
কষ্ট ?কিসের কষ্ট আমি দিব্যি আছি-
অনুভূতিহীন, ভালবাসাহীন যন্ত্রমানবের মত!
তোমার মন জুড়ে এখন ও তো আমি..
আমার মন জুড়ে..
থামো, সব মিথ্যা, তোমার মত সুবিধা ভোগী;
সুখ বিলাসীর এসব আজ মানায় না!
আমি.. আমি ভুল করেছি, একটা সুযোগ?
না..! আমি তোমাকে ছাড়া ভালোই আছি;
আমি, আমার ভালোবাসা সব আমার মত ...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much