১২ ডিসেম্বর ২০২১

সানি সরকার 







শিকড়ে জলের শব্দ 



প্রেমের মানুষটির জন্যে এই বুকে পুঁতেছি
চন্দন গাছ 

মাটির গন্ধ পাখির কুজন 
প্রতিনিয়ত নড়াচ্ছে পাতাগুলি ডালগুলি 

প্রেমের মানুষটির জন্যে একটি মন্দির 
বানিয়েছি এই বুকের মধ্যিখানে 
সেখানে সে থাকেন 
আমাদের ঈশ্বর থাকেন 

আমাদের ঈশ্বর, প্রেমের মানুষটি, আমাদের ইরা ও আমি 
শীতের চাদর খুলে ফেলে দেখছি 
কতগুলি অগোছালো মানুষের অট্টহাসি ও মিছরির ছুরি 

এইসব ছোঁয় না ইদানীং 
শোনো সোনা, যাঁরা মাটির ওপর পা রেখে 
এই ব্রহ্মাণ্ডের গতিবিধি দেখেন 
তাঁদের মুখ বাঁধা থাকবে শক্ত রুমালে 
তাঁদের চোখ খোলা থাকবে, হাসবে, কিন্তু 
চোখ দু'টি হাসতে হাসতে সূর্যের মতো জ্বলবে 

আর 
আমার প্রেমের মানুষটি কান পেতে শিখে নেবে 
শিকড়ে জলের শব্দ শোনার সহজ সুত্র 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much