বন্ধচোখের জাদুকৌশল
তোমরা দেখনি
আমার বুকের বাঁদিকে
বাক্সে বায়োস্কোপ বসানো
চোখ বন্ধ করলেই ছবির বৈভব
আমার মস্তিষ্কে
ছেলেবেলার বুদ্বুদ বানানোর খেলা
গাদি, ঘুড়ির চোঁ-চাঁ দৌড়
আমার ব্রেন-ম্যাপিঙের জন্য
বন্ধচোখের জাদুকৌশল চাই
তফাত্ যা
তফাত্ যা তফাত্ যা
দাদরা এবং কাহারবা
তাল ছেড়ে যে বেতাল হব
না-সুরে গান গাইব গা
তফাত্ যা শৈশবের
স্বপ্ন মেলা, কৈশোরের
দৌরাত্ম্যিরাতদিবা
তফাত্ যা
তফাত্ যা যৌবনের
কড়িখেলা, মৌবনের
সাপলুডোসুখবহা
তফাত্ যা
তাল ছাড়ব, মাতাল হব
পায়া ছেড়ে ফেলব পা
তফাত্ সবই, তফাত্ যা
অকর্মণ্য
একসঙ্গে গ্যাস ওভেনের দুই অাঁচ
সামলাতে পারি না
খবর কাগজ পড়তে গিয়ে জুড়োয় চা
চা শেষ না করে ফোন ধরতেও আপত্তি
এমন অকর্মণ্য আসলে বোঝা
কবিতার একটি পংক্তি সামলাতে না সামলাতে
অন্যটি পালায়
ভাবনার পিছনে দৌড়ুতে দৌড়ুতে
উপে যায় রামধনু
স্বচ্ছতা মিশনের কর্মসূচিতে
এদেরও নিকেশ চাই...
কবির তিনটি কবিতার ভেতর জাদুবাস্তবতার মিশ্রণ টের পেলাম। এইটান কবি ও কবিতার ভেতর সেতু নির্মাণ করলো। ধন্যবাদ কবিকে।
উত্তরমুছুনঅসাধারণ লেখা। আরো লেখা পড়তে চাই
উত্তরমুছুন