০৯ নভেম্বর ২০২১

কনিকা মাহমুদ





কল্পনায় ছুঁই তোমাকে


আমি তোমায় কাছে থেকে দেখেছি
কখনো স্পর্শ করার সুখ পাই নি
আমি কল্পনায় তোমাকে বহুবার স্পর্শ করেছি
স্পর্শের সুখটুকু আমায় ছোঁয়নি।

স্পর্শ করেছি তোমার চিবুক, তোমার ঠোঁট 
ঘন চুলে বুলেয়েছি হাত 
এভাবেই কল্পনায় সুখ কিনেছি
বহু দিন বহু রাত।

আমি কল্পনায় বিভোর হয়েছি
তোমার চেনা শরীরের গন্ধে 
বাঁকা চাহনিতে মুগ্ধ হয়েছি
অজানা সুখ অজানা আনন্দে।

কখনো যদি পড়ন্ত বিকেলে সুযোগ হয়
তোমার আঙ্গুলে আঙ্গুল স্পর্শ করার
কিছুক্ষন ধরে থাকতে দিও
তুমিও কিছু স্পর্শের সুখ বিনা দাবিতে নিয়ে নিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much