০৯ নভেম্বর ২০২১

রেহানা বীথি






মৃত্যু 



কিংশুক বন রেখে যাওয়া যায় না  
তবু চলে যায় খোঁপা রেখে রক্তজবা 
নিরুদ্দেশের পথে
যায় নীল শাড়ি নীল আসমানে  
ভোমরা বিহনে 

যদি বলি 
মৃত্যু এক সফেদ চন্দ্র-উঠোন
অনন্তের গাঢ় আদর 
এক গোছা অমলতাস 
আর নিম নিম প্রেমাবেশ
মানবে?  

তুমি ভাবতে পারো অন্য কিছু 
ভিনপথে মালতীর মালা গাঁথি আমি... 

যে মৃত্যুতে আমার নাম লেখা নেই 
সে মৃত্যুতেই রেখেছি বেঁধে  
আমরণ সুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much