০৯ নভেম্বর ২০২১

আশ্রাফ বাবু




চোখ খোঁজে মন


চোখ খুব আপন মনে হয়
আজ পর্যন্ত যত আশ্চর্য হয়ে দেখছি
তা কিন্তু নিশ্চিত করে পাইনি,
এর সঠিক অর্থ আমার বোধগম্য হয়নি ।

যখন মনে হয় খুব আপন
নিশ্চিত করে মনে হয় প্রাপ্তি জঘন্য !
দেখা বাস্তব, পাওয়া স্বপ্নে মোড়া অথবা দুঃস্বপ্ন ;
নিশ্চয়তা যতটুকু পেয়েছি বিভীষিকা। 

দৃষ্টি আর চোখ খুঁজে ফেরে মন
মনে হয় খুব আদরে নির্জনে;
ভরপুর ক্ষমতার সীমা নেই কখনো মনে হয়
তবুও খুঁজে ফিরি দুরত্বের সীমানা।

বড় আকাশ তলে আমি লোকারণ্য 
সঠিক প্রবণতা মনে হয় ভালোবাসা, 
হৃদয়ের সীমা নেই কোনো, বলেই তৃষ্ণা
এর অর্থ নিরূপণে আমি কি পূর্নাঙ্গ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much